ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ডুবোচরে আটকে পড়া ফেরি ‘টাপলো’ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
ডুবোচরে আটকে পড়া ফেরি ‘টাপলো’ উদ্ধার

মাদারীপুর: কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে ডুবোচরে কেটাইপ ফেরি ‘টাপলো’ আটকে পড়েছিল। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে ডুবোচর থেকে ফেরিটি উদ্ধার হয়েছে। ফেরিটিতে ১৫টি যানবাহন ও শতাধিক যাত্রী ছিল।

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ফেরিটি হঠাৎ করেই ডুবোচরে ধাক্কা লেগে আটকে যায়। এসময় পড়ে গিয়ে ফেরিতে থাকা দুই যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়।

তবে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।

ফেরিতে অবস্থান করা সময় টিভির স্টাফ করেসপন্ডেন্ট সঞ্জয় কর্মকার অভিজিৎ বাংলানিউজকে জানান, ‘শিমুলিয়া থেকে ফেরিটি অল্প সংখ্যাক যানবাহন ও শতাধিক যাত্রী নিয়ে কাঁঠালবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসে। মূল পদ্মা পার হয়ে লৌহজং টার্নিং পয়েন্টে এসে পৌঁছালে ডুবোচরে ধাক্কা লেগে ফেরিটি আটকে যায়। বেশ কিছুক্ষণ চেষ্টার পর এটি ডুবোচর মুক্ত হতে পেরেছে। ’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে জানান, সকাল থেকে ফেরি চলাচল কিছুটা স্বাভাবিক ছিল। বিকেলের দিকে টাপলো ফেরিটি ডুবোচরে আটকে গেলেও কিছু সময় পর এটি উদ্ধার করা গেছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।