বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর ঢাকায় মুষলধারে বৃষ্টি হয়। তবে বিকাল ৩টা পর্যন্ত ঢাকায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সামান্য পরিবর্তন হতে পারে।
ভ্যাপসা গরমের মধ্যে হঠাৎ এই বৃষ্টিতে জনজীবনে স্বস্তি এসেছে। তবে বৃষ্টির কারণে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এমআইএইচ/এমজেএফ