ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুরে বিশ্বজিৎ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
উজিরপুরে বিশ্বজিৎ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন মানববন্ধন

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ হালদার নান্টুর (৪০) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উজিরপুরের কারফা বাজারে এ কর্মসূচি আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান ঢালী প্রমুখ।

নিহতের বাবা মুক্তিযোদ্ধা সুকলাল হালদারসহ স্থানীয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং পরিবারের সদস্যরাও এতে উপস্থিত ছিলেন।

বক্তব্যে হত্যাকারীদের গ্রেফতার ও তাদের ফাঁসির দাবি জানান বক্তারা।  

গত শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাতে উজিরপুরের জল্লা ইউনিয়নের কারফা বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু। পরে তার বাবা সুকলাল হালদার বাদী হয়ে ৪০ জনের বিরুদ্ধে উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আটক ৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

উল্লেখ্য, এ হত্যাকাণ্ডের পর থেকেই দোষীদের বিচারের দাবিতে জল্লা ইউনিয়নে প্রতিদিনই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এমএস/এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।