ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

উচ্ছেদ-নির্যাতন বন্ধের দাবিতে রিকশা শ্রমিকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
উচ্ছেদ-নির্যাতন বন্ধের দাবিতে রিকশা শ্রমিকদের মানববন্ধন

বরিশাল: রিকশা শ্রমিকদের ওপর নির্যাতন ও রিকশা উচ্ছেদ বন্ধ করার দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নগরের অশ্বিনী কুমার হলের সামনে রিকশা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এ মানববন্ধনের আয়োজন করে।

বরিশাল রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সভাপতি ও  রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটির উপদেষ্টা ডা. মনিষা চক্রবর্তী, বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুমন, শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বরিশাল নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হাসেম, হোটেল-রেস্তোরা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন।

এসময় তারা রিকশা শ্রমিকদের অমানবিক পরিশ্রম লাঘবে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছে। কিন্তু এতে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। অন্যায় ভাবে আমাদের ব্যাটারিচালিত রিকশা ভাঙচুর করছে প্রশাসন। কিন্তু একটি রিকশা কিনতে গিয়ে একজন মানুষ সর্বস্বান্ত হচ্ছে তার দিকে কেউ নজর দিচ্ছেনা। একটি রিকশা ক্রয় করতে এনজিও থেকে টাকা ধার করতে হয়, আর মৃত্যুর পরও এই ধার শোধ করে যেতে হয়।

এময় তারা অনতিবিলম্বে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দাবি করেন। অন্যথায় বড় আকারে আন্দোলনের ডাক দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।

এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি সন্তু মিত্র, রিকশা শ্রমিক জাহাঙ্গির আলম, বাবুল তালুকদার প্রমুখ।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।