সাক্ষাতকালে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মিহিরি
ঢাকা: সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মিহিরি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সেনাবাহিনী সদর দফতরে তারা এ সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
পিআর/আরআইএস/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।