বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন জুনিয়র কমিশন অফিসার বলে জানা গেলেও নাম জানা যায়নি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর আরও জানায়, নৌবাহিনীর একটি জাহাজ গভীর সাগরে নিয়ে ফায়ারিং অনুশীলন করছিলেন নৌ সদস্যরা। অনুশীলনের সময় দু’টি কার্তুজে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহতদের নৌবাহিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানায় আইএসপিআর।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এসএইচ