বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সেনবাগ থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। সুফিয়ান ওই এলাকার বজলুর রহমানের ছেলে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, মাদক ব্যবসা ও অধিপত্য বিস্তার নিয়ে সুফিয়ানের সঙ্গে একই এলাকার অন্য একটি গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এর জের ধরে দুপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সুফিয়ান নিহত হন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এনটি