ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে শিশু অপহরণের দায়ে তরুণ-তরুণী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
রায়গঞ্জে শিশু অপহরণের দায়ে তরুণ-তরুণী কারাগারে উদ্ধার হওয়া শিশু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে মুক্তিপণের দাবিতে ৫ বছরের শিশুকে অপহরণের দায়ে এক তরুণ ও তরুণীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তাদের সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মল্লিকা বসাক এ আদেশ দেন।  

এরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার খিদির হাসরা গ্রামের আব্দুল মান্নান খন্দকারের ছেলে আমিনুল ইসলাম আতিক (২২) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের মৃত হযরত আলীর মেয়ে মনি আক্তার (২১)।

 

এর আগে বৃহস্পতিবার ভোর রাতে শেরপুর উপজেলার সীমাবাড়ি এলাকায় পেন্টাগন হাইওয়ে রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় তানভীর হাসান (৫) নামে অপহৃত শিশুকেও উদ্ধার করা হয়। শিশু তানভীর চান্দাইকোন গ্রামের মনির হোসেন তালুকদারের ছেলে।  

রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে শিশু তানভীরকে নিয়ে রায়গঞ্জ বি এম অ্যান্ড টেকনিক্যাল কলেজে প্রাইভেট পড়তে যান তার মা মোহনা খাতুন। শিশুটিকে বাইরে খেলতে দিয়ে তিনি প্রাইভেট পড়া শুরু করেন। এর পর থেকে শিশুটি নিখোঁজ হয়। কিছুক্ষণ পরে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ বিষয়ে ওইদিন দুপুরে রায়গঞ্জ থানায় অপহরণ মামলা করা হয়।  

পরে রাত ২টার দিকে মোবাইল ট্র্যাকিং করে বগুড়া জেলার শেরপুর থানার সীমাবাড়ি এলাকায় পেন্টাগন হাইওয়ে রেস্টুরেন্টে অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে যুক্ত আমিনুল ইসলাম আতিক ও মনি আক্তারকে আটক করা হয়। বিকেলে আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।