বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাফিজা করটিয়ার আবেদা খানম স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বাংলানিউজকে জানায়, বিকেলে নাফিজা কোচিং থেকে বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এসময় ইট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থালেই মারা যায়।
নাফিজার মৃত্যুর খবর পেয়ে তার সহপাঠীরা ও উত্তেজিত জনতা ঘাতক ট্রাকসহ করটিয়া বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাফিজার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এনটি