ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না শিশু আনিসার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না শিশু আনিসার

টাঙ্গাইল: মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না তিন বছরের শিশু আনিসার। অটোরিকশার চাপায় প্রাণ গেল তার। এ ঘটনায় আহত হয়েছেন তার মাসহ দুইজন।  

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর পৌরসভা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আহতদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত আনিসা উপজেলার পলশিয়া গ্রামের আমির আলীর মেয়ে।  

ভূঞাপুর থানা পরিদর্শক (তদন্ত) আলমগীর আশরাফ বাংলানিউজকে জানান, বিকেলে মায়ের সঙ্গে ভ্যানে করে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল শিশু আনিসা। পথে ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর পৌরসভা সংলগ্ন এলাকায় একটি বেপরোয়া অটোরিকশা  তাদের ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে আনিসা ছিটকে রাস্তায় পড়ে যায়। এসময় চালক অটোরিকশা না থামিয়ে শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয় সে।  

স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আনিসাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।