বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার আনসার ব্যাটালিয়ন সদর দফতরের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাগর রংপুর বিভাগের নীলফামারী জেলার বাসিন্দা।
সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোরশেদা খানম বাংলানিউজকে জানান, আনসার বাহিনীতে সদ্য যোগদান করেছিল সাগর রায়। বিকেলে বৃষ্টির সময় আনসার ক্যাম্পের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এসময় হঠাৎ পাশে থাকা একটি নারকেল গাছে বজ্রপাত ঘটলে সাগর দগ্ধ হন।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
জিপি