ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে তাদের আপত্তি নেই। তবে একই দিনে দু’দলের সমাবেশ এড়াতে বিএনপিকে একদিন পিছিয়ে সমাবেশের আবেদনের পরামর্শ দিয়েছে পুলিশ।
এ বিষয়ে ইতোমধ্যে ডিএমপি'র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিএনপি'র একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে আলোচনা করেছেন।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জনসভার অনুমতির বিষয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে দেখা করেন। পরে ডিএমপি কমিশনার সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাদের সমাবেশ একদিন পিছিয়ে আবেদনের পরামর্শ দেন।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুস সালাম আজাদ বলেন, বৃহস্পতিবার দুপুরে আমি এবং দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জনসভার অনুমতির বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের শনিবারের পরিবর্তে রোববার জনসভা করার পরামর্শ দিয়ে একটি লিখিত আবেদন দিতে বলেন। সেই মোতাবেক আমরা লিখিত আবেদন জমা দিয়েছি।
লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি সমাবেশে অনুমতি পাবে কিনা জানতে চাইলে ডিএমপি'র ঊর্ধ্বতন এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বিএনপি যদি শান্তিপূর্ণ সমাবেশ করতে পারে তাহলে আমাদের অনুমতিতে আপত্তি নেই। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।
ডিএমপি'র রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
পিএম/এসএইচ