ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালন আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে ‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০১৮’ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান।

সচেতন নাগরিক কমিটির সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিআইবি নালিতাবাড়ী শাখার এলাকা ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন।  বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাবের পক্ষে সাংবাদিক জাহাঙ্গীর আলম তালুকদার, বেপ্টিস্ট এইড’র প্রকল্প ব্যবস্থাপক রিচার্স স্বপন দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কুমোদ রঞ্জন মিত্র প্রমুখ।

এর আগে সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।