বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. হাসান বাংলানিউজকে জানান, শিশুটিকে উদ্ধারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে আবারও তল্লাশি শুরু করা হবে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রোমান খান বাংলানিউজকে জানান, অপহরণের ঘটনায় বুধবার রাতে থানায় অভিযোগ দায়ের পর সকালে মুক্তারপুর সেতু এলাকা থেকে মুন্সীগঞ্জ থানা পুলিশ লিয়নকে আটক করে। পরে তিনি পুলিশের কাছে স্বীকার করেন আহাদকে মুক্তারপুর ব্রিজ থেকে নিচে ফেলে দিয়েছেন।
মুক্তারপুর সেতুটি মুন্সীগঞ্জ সদর থানার আওতাধীন হওয়ায় এ বিষয়টি তদারকি করছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ বলে জানান এসআই রোমান।
এর আগে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভোলাইল এলাকার আবদুল মজিদ থানায় অভিযোগ করেন তার পাঁচ বছরের ছেলে বাবুকে অপহরণ করে নিয়ে যান প্রতিবেশী লিয়ন।
পরে লিয়নকে আটকের পর তিনি স্বীকার করেছেন বুধবার (২৬ সেপ্টেম্বর) রাতে বাবুকে মুন্সীগঞ্জ শহরের মুক্তারপুর সেতু থেকে নিচে ফেলে দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
আরআইএস/