বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের নলকা ৪নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্য পাবনা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া সিদ্দিকা সেতু, জেলা পুলিশের তিন সদস্য, ডিসি অফিসের স্টাফ ও গাড়ি চালক রয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে জানান, ঢাকা থেকে একটি মিনি ট্রাকে পাবনা জেলা প্রশাসনের মালামাল নিয়ে যাচ্ছিলেন ম্যাজিস্ট্রেট সাজিয়া সিদ্দিকা সেতু। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ম্যাজিস্ট্রেটসহ সাতজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এনটি