বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রোয়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গণেশ রাজবংশী ওই গ্রামের খোকন রাজবংশীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গণেশ রাজবংশীসহ আরও পাঁচজন বিকেলে রোয়াইল গ্রামের পাশে বিলের মধ্যে পুকুরে ঝাঁটা ফেলতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই সময় অন্যরাও আহত হন। প্রাথমিক চিকিৎসায় তারা সুস্থ্য হয়ে ওঠেছে।
এ বিষয়ে ধামরাই থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম লিটন বাংলানিউজকে বলেন, বজ্রপাতে মৃত্যুর ঘটনা আমাদের জানা নেই।
বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এসআরএস