বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিঠামইনে তার বাবার নামে প্রতিষ্ঠিত হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ।
শিক্ষার্থীদেরকে ভালোভাবে পড়াশোনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেনতেন ভাবেই পাস করলেই চলবে না। শিক্ষার্থীদেরকে প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ শিক্ষায় এগিয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি শিক্ষার্থী রয়েছে চীনে, দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া, তৃতীয় অবস্থানে ভারত আর চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ।
দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পরিমাণ প্রায় ৩০ লাখের উপরে উল্লেখ তিনি বলেন, সরকারের উচিত দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং সরকার তা করে যাচ্ছে।
হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হক নূরুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, হাইকোর্টের বিচারপতি মো. আমির হোসেন, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সহিদ ভুঁইয়া, হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বৈঞ্চব, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল প্রমুখ।
এর আগে দুপুরে রাষ্ট্রপতি মিঠামইন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং মিঠামইন উপজেলা হাসপাতাল, তমিজা খাতুন সরকারি উচ্চ বিদ্যালয়, ইসলামপুর, শান্তিপুর, কাচারি লাইব্রেরি, মুক্তিযোদ্ধা কার্যালয় ও সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) জুমার নামাজ আদায়ের পর বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি। পরে বিকেল সাড়ে ৩টার দিকে মিঠামইন উপজেলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।
পাঁচদিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি হাওর উপজেলা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনে সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগদান, বিভিন্ন উন্নয়নমূলক কাজ উদ্বোধন ও পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এসআরএস