বৃহস্পতিবার (২৭ সেপ্টম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মগকাটা গ্রামে এ ঘটনা ঘটে। রশিদা ওই গ্রামের শের আলীর স্ত্রী।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ভূঁইয়া বাংলানিউজকে জানান, বাড়ির উঠানে খেলা করতে গিয়ে শিশু জিপু মনির সঙ্গে অপর এক শিশুর (তার চাচাতো বোন) ঝগড়া হয়। একপর্যায়ে এ ঝগড়া দুই শিশুর মায়েদের মধ্যে গড়ায়। দুই জায়ের মধ্যে ঝগড়ার একপর্যায়ে জিপু মনির মা রশিদা ঘর থেকে দা নিয়ে আসেন। এ সময় সবার সামনে নিজ সন্তান জিপু মনিকে গলায় কোপ দেন। এতে গলার বাম পাশে লেগে শিশুটি গুরুতর আহত হয়। এ অবস্থায় শিশুটিকে সেখান থেকে হাসপাতালে নেওয়া পথে মারা যায়।
ওসি আরও জানান, রশিদার সঙ্গে যে নারীর ঝগড়া হয়, তিনি সম্পর্কে তার দেবরের স্ত্রী। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের মধ্যে পারিবারিক পূর্ব বিরোধ চলছিলো। তাই তুচ্ছ ঘটনার জেরে এ ঘটনা ঘটান রশিদা।
এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এসআরএস