ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৮

মানিকগঞ্জ: মাদকবিরোধী অভিযানে মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ১৮ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের থেকে ৫৪ পিস ইয়াবা, ১৮৫ গ্রাম গাঁজা ও ৮ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মানিকগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলমান মাদকবিরোধী অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে ১৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে হৃদয় রাজবংশী নামে এক যুবককে মাদক সেবনের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আটক ১৮ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
কেএসএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।