শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার শান্তিনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সরাইল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. নুরুল হক বাংলানিউজকে জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ওই যুবকের গলায় ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে শার্ট এবং জিন্স প্যান্ট ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এনটি