ঘটনাটি শোনার পর শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে সৈয়দ ফয়জুল আমীর লিটু ওই বৃদ্ধা মাকে দেখতে যান। এসময় ওই বৃদ্ধা মায়ের জন্য তিনি পাঁচ হাজার টাকা নগদ ও প্রতিমাসে তিন হাজার টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
এ বিষয়ে লিটু বাংলানিউজকে বলেন, এই বৃদ্ধা আমরা মায়ের মত। আমি ওই বৃদ্ধার স্বজনদের কাছে দাবি করেছিলাম তাকে আমার মায়ের কাছে নিয়ে যাবো এবং সারা জীবন মায়ের মতো তার সেবা করবো। এতে ওই বৃদ্ধার স্বজনেরা আপত্তি জানালে প্রতিমাসে ওই বৃদ্ধার ভরণ-পোষণের জন্য প্রতিমাসে তিন হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিই।
তিনি আরো বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। যারা মায়ের সঙ্গে এমন নেক্কারজনক কাজ করতে পারে তাদের শাস্তি পেতেই হবে। এসময় তিনি প্রশাসনের দৃষ্টি আর্কষণ করে অপরাধীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানান।
উল্লেখ্য, গত বুধবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ৮৬ বছরের বৃদ্ধা মায়ের দায়িত্ব নিতে অস্বীকার করে রাস্তায় ফেলে রেখে যায় সন্তানেরা। পরদিন ভোরে স্থানীয়রা ওই বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশের ভয় দেখিয়ে বড় ছেলে ডাকু শেখের বাড়িতে রেখে আসে।
**বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেলেন সন্তানরা
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এনটি