শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের হাটহাজারী থেকে খাগড়াছড়ি আসার পথে আলুটিলা বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা হলেন- মো. ফারুক (৩০), খোকন (৩০), জাকির (৩২), মুসলীম (৫৫), আব্দুল মোতালেব (৫০), নয়ন মিয়া (৩৬), হোসেন (২৯), আনোয়ার (৩০), আইনুল হক (২৮), হানিফ (২৫), আজাদ (৩১), সৌরভ (১৮), নুর মোহাম্মদ (২৮), ফারুক (২৭), খোকন (২২), বাদশা মিয়া (৩৮), আকরাম আলী (৩২), আব্দুুল হক (২৬), আবু বক্কর সিদ্দিক (১৯), ইসমাইল (২৯), মো. ইউছুফ (২৮) ও মহরম (৩৩)।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান বাংলানিউজকে জানান, খাগড়াছড়ি আলুটিলা বড় ব্রিজ সংলগ্ন এলাকায় চান্দের গাড়ি উল্টে ২২ নির্মাণশ্রমিক আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহত গাড়ি চালক মো. ফারুক জানান, হাটহাজারী থেকে রওনা হয়ে খাগড়াছড়ি আসার পথে আলুটিলা বড় ব্রিজ এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়।
খাগড়াছড়ি সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. অরভিল চাকমা জানান, আহদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল
কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এডি/ওএইচ/