শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের তিন মাস পেরিয়ে গেলেও কার্যত বাস্তবায়নের কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না।
সংগঠনের সভাপতি মো. ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- মোহ শওকত, মাহমুদ শাহীন, সোনিয়া চৌধুরী, সুরাইয়া নাসরিন ও নাদিয়া ফেরদৌস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
টিএম/আরবি/