শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার তেলিয়াপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুই মাদক ব্যবসায়ী হলেন- হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চরহামুয়া গ্রামের ইছাক আলীর ছেলে স্বজল মিয়া (৪০) ও ছাতকের মৃত শুকুর আলীর ছেলে আল আমীন (২৩)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি করে ৫৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এনটি