শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বেনাপোল সীমান্তের বারোপোতা বাজার থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
আটক পাচারকারী বেনাপোল পোর্টথানাধীন বালুন্ডা গ্রামের নূর ইসলামের ছেলে।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে ওই পাচারকারী সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ৫টি স্বর্ণেরবার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২১ লাখ ৫০ হাজার টাকা।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বাংলানিউজকে জানান, আটকের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এজেডএইচ/জেডএস