ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বাক-প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
বরিশালে বাক-প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে মামলা

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের এর বাক-প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণে ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) কিশোরীর (ভুক্তভোগীর) মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা করেন।  

মামলা সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ কোটালিপাড়া উপজেলার নারিকেলবাড়ি গ্রামের সিদ্দিক সিকদারের ছেলে সবুজ সিকদার (৩২) বাক-প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণ করে।

ধর্ষণের পরে বাক-প্রতিবন্ধী মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পরে এবং এ নিয়ে স্থানীয় ভাবে সালিশ বৈঠক করার নামে প্রহসনও করা হয়। পরে কোনো সুরাহা না হওয়ায় মামলাটি দায়ের করা হয়।  

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার তদন্তের পাশাপাশি মামলার আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।