ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

'বাংলা কবিতায় পরিকল্পের রূপান্তর ও নজরুল' বিষয়ে আলোচনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
'বাংলা কবিতায় পরিকল্পের রূপান্তর ও নজরুল' বিষয়ে আলোচনা জাতীয় নজরুল সম্মেলনে অতিথিরা

ঢাকা: নড়াইলে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে ও নড়াইল জেলা প্রশাসনের সহযোগিতায় ‘নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন সংরক্ষণ, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ জাতীয় নজরুল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সম্মেলনের দ্বিতীয় দিনে মূখ্য আলোচক ছিলেন নেত্রকোণায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকুল্লাহ খান।  

'বাংলা কবিতায় পরিকল্পের রূপান্তর ও কাজী নজরুল ইসলাম' নিয়ে আলোচনা করেন তিনি।

আলোচক ছিলেন- নড়াইল সরকারি কলেজের অধ্যক্ষ নিরাপদ মজুমদার ও মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আলী।  

এদিন সভাপতিত্ব করেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুর রাজ্জাক ভূঞা।  

সমাপনী দিন শনিবার (২৯ নেপ্টেম্বর) সকাল ১০টায় মূখ্য আলোচক থাকবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ।  

বিকেল ৪টায় সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।  

এর আগে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসির উদ্দিন আহমেদ।  

জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।  

মুখ্য আলোচক ছিলেন- নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুর রাজ্জাক ভূঞা।  

তিনদিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে সরকারি ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্রন্থমেলা অনুষ্ঠিত হচ্ছে।  

এছাড়া সঙ্গীত বিষয়ক প্রশিক্ষণ, নজরুলের জীবনী ভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনী, র‌্যালি, কবিতানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।