ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘শেখ হাসিনা: দুর্গম পথযাত্রী’

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
‘শেখ হাসিনা: দুর্গম পথযাত্রী’ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বর্ণাঢ্য জীবন নিয়ে নির্মিত হলো প্রামাণ্যচিত্র ‘শেখ হাসিনা: দুর্গম পথযাত্রী'। শেখ হাসিনার জীবন ও কর্ম নিয়ে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন অমর একুশ গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী অনুষ্ঠান।

বিকেলে উদ্বোধনী প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এসময় আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ ও প্রামাণ্যচিত্রটির অন্যতম চিত্রনাট্যকার গোলাম রব্বানী।

উদ্বোধনী আয়োজনে আবুল মাল আবদুল মুহিত বলেন, আবদুল গাফফার চৌধুরী বয়সে ছোট হলেও আমার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু। তিনি মূলত কবি ও সাংবাদিক। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। তবু অসুস্থতার ভেতরেই তার সৃজনশীল কাজ করে চলেছেন। ‘পলাশী থেকে ধানমন্ডি’র পর তিনি উপহার দিলেন এই প্রামাণ্যচিত্র, যার মধ্যদিয়ে শেখ হাসিনাকে দারুণভাবে তুলে ধরেছেন তিনি।

নাসির উদ্দীন ইউসুফ বলেন, শেখ হাসিনার জীবনের পুরোটাই দুর্গম। জীবনের শুরু থেকে এ পর্যন্ত নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে তিনি পথ চলেছেন। দেশের প্রধানমন্ত্রী হিসেবে এবং একটি রাজনৈতিক দলের কর্ণধার হিসেবে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। তাকে নিয়ে আবদুল গাফফার চৌধুরী দীর্ঘদিন ধরে এ প্রামাণ্যচিত্রটি নির্মাণে কাজ করেছেন।

আবদুল গাফফার চৌধুরী জানান, ৮৭ মিনিটের এ প্রামাণ্যচিত্রে শেখ হাসিনার জীবন ও কর্ম তুলে ধরেছেন তিনি, বিশেষ করে তার সংগ্রামী জীবন উপস্থাপিত হয়েছে এখানে। এতে শেখ হাসিনা নিজে সাক্ষাৎকার দিয়েছেন এবং এমন কিছু দুর্লভ বিষয় উঠে এসেছে যা তাকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবে নতুন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিজুর রহমান বলেন, ৮৭ মিনিটের এ প্রামাণ্যচিত্রে শেখ হাসিনার জীবন ও কর্মের নানা দিক উঠে এসেছে। তার জীবনের এমন কিছু অধ্যায় এতে তুলে ধরা হয়েছে যা আমাদের অনেকেরই অজানা। শেখ হাসিনাকে জানতে এ তথ্যচিত্রটি সত্যি অনন্য।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।