ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ফ্যান কারখানায় বিস্ফোরণে ২ জন নিহত

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
টঙ্গীতে ফ্যান কারখানায় বিস্ফোরণে ২ জন নিহত আগুনের ধ্বংসাবশেষ, ছবি: বাংলানিউজ

ঢাকা: গজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানার হিট মেশিনে বিস্ফোরণ ঘটে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৪২ জন।

মঙ্গলবার (০২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কারখানার তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটানা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, সকালে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় ন্যাশনাল ফ্যান কারখানায় হিট মেশিনের বিস্ফোরণ ঘটে।

এতে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভান। এ ঘটনায় ৩০ থেকে ৪০ জন আহত হন। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া বিস্ফোরণে ওই কারখানার জানালার কাচ ও দরজার ভেঙে গেছে। তবে আগুনে তেমন ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, কারখানার দ্বিতীয় তলায় ফ্যান রঙ করে হিট মেশিন দিয়ে তা শুকানো হতো।

টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক মাসুদ রানা ও রাবেয়া আক্তার বাংলানিউজকে জানান, ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণ ঘটে দুইজন নিহত এবং ৪২ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ২০ থেকে ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা, ১০ জনকে ভর্তি এবং আটজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, এ ঘটনায় দগ্ধ সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তারা হলেন- কারখানার কর্মচারী কবির (২০), লাল চাঁন (২০), রনি (২০), রিপন (১৭), আসিফ (১৬), তানজিনা (১৮) ও কাকলী (১৬)। তাদের সবারই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের এক চিকিৎসক বলেন, কবিরের শরীরের শতভাগ দগ্ধ ও লাল চাঁনের মাথায় আঘাত রয়েছে। তাদের দুইজনের অবস্থা অনেক বেশি খারাপ। তাছাড়া বাকি পাঁচজনের অবস্থাও গুরুতর। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
আরএস/এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।