খালেদার পক্ষে আইনজীবী কায়সার কামাল এ আবেদন (ফৌজদারি আপিল ১০০৮৩) করেছেন বলে মঙ্গলবার (২ অক্টোবর) জানা গেছে।
এর আগে ১৩ সেপ্টেম্বর কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম সামছুল আলম তার (খালেদা জিয়া) জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।
ওইদিন খালেদা জিয়ার আইনজীবী মো. কাইমুল হক রিংকু বাংলানিউজকে জামিন নামঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন অর্থাৎ ২৬ জানুয়ারি চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে এ মামলাটি করেন। মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
ইএস/জেডএস