ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির আগমনে নিরাপত্তা জোরদার নেত্রকোনায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
রাষ্ট্রপতির আগমনে নিরাপত্তা জোরদার নেত্রকোনায় নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী

নেত্রকোনা: বুধবার (৩ অক্টোবর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নেত্রকোনা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেড় হাজারেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করবেন বলে জানিয়েছেন নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী।

সোমবার (১ অক্টোবর) দিবাগত রাতে তিনি বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে এরই মধ্যে জেলা শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে।

পুলিশসহ গোয়েন্দা সংস্থার লোকজন নিরাপত্তা রক্ষায় মাঠে রয়েছে।

বুধবার রাষ্ট্রপতি নেত্রকোনায় আসার পর প্রথমে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে পর্যায়ক্রমে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবিশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আন্তর্জাতিক লোক সংস্কৃতি অনুষ্ঠানে যোগদান করবেন। সবশেষে গার্ড অব অনার গ্রহণ করে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এইচএমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।