র্যাব হেফাজতে আটক খলিল। ছবি: বাংলানিউজ
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে খলিল (৫৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। এসময় তার কাছ থেকে ২০ পুড়িয়া হেরোইন ও মাদকবিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে শহরের জিমখানা রেলওয়ে কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১১ সিপিএসসি এর সহকারী পরিচালক (এএসপি) বাবুল আখতার বাংলানিউজকে জানান, খলিল ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
আরআইএস/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।