মঙ্গলবার (০২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বামুনগ্রামের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দুলাল চন্দ্র একই উপজেলার পূর্ব মাধনগর গ্রামের হারান চন্দ্র প্রামাণিকের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. উজ্জ্বল হোসেন বাংলানিউজকে জানান, দুলাল রোববার (৩০ সেপ্টেম্বর) সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। ওইদিন রাত ৮টা পর্যন্ত তাকে মাধনগর বাজারে দেখা গেছে। পরে তীতুমীর এক্সপ্রেস ট্রেনের যাত্রীর ভাড়া নিয়ে তিনি বাসুদেবপুরের উদ্দেশে রওনা হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি দুলাল। এদিকে, অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সোমবার (০১ অক্টোবর) দুপুরে থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী কল্পনা রানী। পরে মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে বামুনগ্রামের একটি কলাবাগান থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
তিনি আরো জানান, কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানটির জন্য তাকে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবুল হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এসআই