এ ঘটনায় বাস চালক কাওসার মিয়াকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কোন্দারপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভৈরব থেকে ঢাকাগামী শিবলী পরিবহনের একটি বাস কোন্দারপাড়া বাসস্ট্যান্ডে পথচারী নাসিমা ও তার ছেলে রিফাতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ঘাতক বাস ও তার চালককে আটক করে পুলিশে সোপার্দ করে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বাস ও তার চালককে আটক করা হয়েছে। পরিবারের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
আরএ