মঙ্গলবার (২ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলা শহর মাইজদীর হাউজিং এস্টেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সম্প্রতি বিএনপি বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয়।
এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাত্রদল নেতা নোমানকে আটক করা হয়। তাকে আগের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
জিপি