ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সমাজের নেতিবাচকতা ও অসঙ্গতি তুলে ধরুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
সমাজের নেতিবাচকতা ও অসঙ্গতি তুলে ধরুন বক্তব্য রাখছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন

ঢাকা: সমাজের নেতিবাচকতা ও অসঙ্গতিগুলোকে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। 

বুধবার (২ অক্টোবর) রাজধানীর সার্কিট হাউজ পিআইবিতে ‘পিআইবি-প্রবীণবন্ধু সম্মাননা ও প্রবীণের অধিকার, টেকসই উন্নয়ন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

রাশেদ খান মেনন বলেন, বর্তমানে প্রায় ৪০ লাখ প্রবীণকে সরকার সম্মানী ভাতা দিচ্ছে।

২০০৮-০৯ অর্থবছরে মোট ২০ লাখ প্রবীণ ব্যক্তিকে প্রায় ৬শ কোটি টাকা দেওয়া হয়েছিল। বর্তমানে (২০১৮-১৯ অর্থবছর) প্রায় ৪০ লাখ প্রবীণ ব্যক্তির জন্য ২১শ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এভাবে গত ১০ বছরে সরকার প্রায় ২ কোটি ৬৭ লাখ ৭০ হাজার প্রবীণ ব্যক্তিকে ১১ হাজার ৭৯৯ কোটি টাকা দিয়েছে।

প্রবীণ জনগোষ্ঠীর অধিকার সংক্রান্ত বিদ্যমান নানা আইন প্রসঙ্গে তিনি বলেন, প্রবীণ ব্যক্তিদের অসহায়ত্বের কথা বিবেচনায় রেখে এখন পিতা-মাতা ভরণ-পোষণ আইন করা হয়েছে। এই আইনের যথার্থ বাস্তবায়ন প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রবীণ নীতিমালা করা হয়েছে যাতে প্রবীণ ব্যক্তিরা বাস, ট্রেন, হাসপাতালসহ সব স্থানে বিশেষ সুবিধা পাবে। তাদের জন্য ‘প্রবীণ উন্নয়ন ফাউন্ডেশন’ আইনট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

পিআইবির মহাপরিচালক (ডিজি) মো. শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদ, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, প্রবীণ সাংবাদিক কামাল লোহানী, প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম আতিকুর রহমান, মামস ইনস্টিটিউটের সিইও অধ্যাপক সায়েবা আক্তার, হেল্প এজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাবেয়া সুলতানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
ইএআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।