মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মেলার কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন মেলার পরিচালনা কমিটি।
সম্মেলনে জানানো হয়, বুধবার থেকে মেলার প্রর্দশনী হবে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে।
অপরদিকে, শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্ট। উন্মুক্ত কনসার্টটি শুরু হবে বিকেল ৪টা থেকে। প্রবেশ সময় দুপুর আড়াইটা থেকে। এতে সংগীত পরিবেশন করবেন কন্ঠশিল্পী ও জাতীয় সংসদ সদস্য মমতাজ বেগম।
সম্মেলনে পাবনা জেলা প্রশাসক (ডিসি) মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেস ক্লাবের সভাপতি শিবজিৎ নাগ, সহ-সভাপতি আব্দুস সালাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এসআরএস