ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় ৩ দিনের উন্নয়ন মেলা শুরু বুধবার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
পাবনায় ৩ দিনের উন্নয়ন মেলা শুরু বুধবার 

পাবনা: পাবনায় তিন দিনের চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ও কনসার্ট শুরু হচ্ছে বুধবার (৩ অক্টোবর)। মেলাটি সফল করতে সব প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। 

মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মেলার কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন মেলার পরিচালনা কমিটি।  

সম্মেলনে জানানো হয়, বুধবার থেকে মেলার প্রর্দশনী হবে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে।

এদিন সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলাটির উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। এবারের মেলায় ১৩৪টি প্রতিষ্ঠানের ১৬০টি স্টল অংশ নিচ্ছে।

অপরদিকে, শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্ট। উন্মুক্ত কনসার্টটি শুরু হবে বিকেল ৪টা থেকে। প্রবেশ সময় দুপুর আড়াইটা থেকে। এতে সংগীত পরিবেশন করবেন কন্ঠশিল্পী ও জাতীয় সংসদ সদস্য মমতাজ বেগম।

সম্মেলনে পাবনা জেলা প্রশাসক (ডিসি) মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেস ক্লাবের সভাপতি শিবজিৎ নাগ, সহ-সভাপতি আব্দুস সালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।