মঙ্গলবার (০২ অক্টোবর) দুপুরে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময়ের সময় নিজ কার্যালয়ে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার কার্যালয়ের সন্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলসহ সাংবাদিক নেতারা এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
ওএইচ/