ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কয়লা খালের ভাঙন রো‌ধে ১১ প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
কয়লা খালের ভাঙন রো‌ধে ১১ প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন উন্নয়ন কাজের উদ্বোধন

বরিশাল: বরিশাল জেলার মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ এবং নয়াভাঙ্গুলী নদীর সংযোগ স্থাপনকারী কয়লা খালের ভাঙনে হুমকিতে দুই তীরের রাস্তাঘাট, বাড়িঘর, ফসলি জমি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিস্তীর্ণ এলাকা। 

স্থানীয় বাহাদুরপুর গ্রামবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে কয়লা খালের ভাঙনের কবল থেকে দুই তীরের মানুষের সহায়-সম্পদ রক্ষায় এগিয়ে এসেছে পানি উন্নয়ন বোর্ড।  

খালের দুই তীরে ১১ কোটি টাকা ব্যয়ে প্রতিরক্ষামূলক কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

 

মঙ্গলবার (২ অ‌ক্টোবর) সকা‌লে দোয়া-মোনাজাত এবং সিসি ব্লক কাস্টিংয়ের মাধ্যমে প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রমজান আলী প্রামাণিক।  

এসময় পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ, স্থানীয় কাজীরচর ইউপি চেয়ারম্যান মন্টু বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।  

পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রমজান আলী প্রামাণিক বলেন, ১১ কোটি টাকা ব্যয়ে কয়লা খালের দুই তীর সিসি ব্লক দিয়ে বাঁধাইয়ের কাজ শুরু হয়েছে। এই কাজ সম্পন্ন হলে নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাবে কয়লা খালের দু’পাশের রাস্তা, বাড়িঘর, ফসলি জমি, বাজার, স্কুল এবং কলেজসহ বিস্তীর্ণ এলাকা।  

বাংলা‌দেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অ‌ক্টোবর ০২, ২০১৮
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।