সোমবার (০১ অক্টোবর) ওই ৮টি পাম্পের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পানি শাখার নির্বাহী প্রকৌশলী মো. ওমর ফারুক জানান, বিদ্যুৎ বিলের জন্য পুলিশ লাইন, স্টেডিয়াম, জাগুয়া, কাশিপুর হাইস্কুলসহ ৮টি পানির পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
এ বিষয়ে বিসিসির বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী মনিরুল ইসলাম স্বপনের সঙ্গে বার বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। পরে বিদ্যুৎ বিভাগের অন্য এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিদ্যুৎ বিভাগ আমাদের কাছে ৩১ কোটি টাকা পাবে। এই বিদ্যুৎ বিল পরিশোধ না করার কারণে নগরীর ৮টি পানির পাম্প বন্ধ করে দিয়েছে। সীমাহীন দুর্ভোগে পড়েছেন অর্ধলক্ষ নগরবাসী। তবে এ বিষয়ে মাথা ব্যথা নেই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের।
অপরদিকে সিটি মেয়র মো. আহসান হাবিব কামাল বলেন, বিদ্যুৎ বিভাগের বকেয়া বিল আমরা পরিশোধের চেষ্টা করেছি। কিন্তু তারা যে পরিমাণ বকেয়া বিলের কথা বলছে তা ভৌতিক বিল। তারা সর্বচ্চ হলে আমাদের কাছে ১২/১৩ কোটি টাকা পেতে পারে। বকেয়া বিলের বিষয়টি ইতিপূর্বে মন্ত্রণালয়েও জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এমএস/এমজেএফ