বৃহস্পতিবার (৪ অক্টোবর) ২০১১ সালে পুলিশকে সরকারী কাজে বাধাসহ হত্যা প্রচেষ্টায় চকরিয়া থানায় দায়ের করা একটি মামলায় কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তৌফিক আজিজ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধা, সরকারি গাড়ি ভাঙচুর ও জনসাধারণের চলাচলে বাধা দেওয়ার অপরাধে ২০১১ সালের ৪ জুন চকরিয়া থানার এসআই মো. ইয়াছিন মামলাটি দায়ের করেন।
গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তারা হলেন, সালাহ উদ্দিন আহমেদ, মনজুর আলম, মো. সেলিম উল্লাহ, সাইফুল ইসলাম, মৌলভী রফিক, আজিজুল হক, হেফাজতুর রহমান টিপু, এহছানুল কাদের সাগর, ইমরুল হাসান, জাহাঙ্গীর, জিয়াবুল কবির, জসীম উদ্দিন, সাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল কানন, জয়নাল ও আলী হোসেন।
এরাসহ একই মামলায় মোট ২২জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানানো হয়।
চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ২০১১ সালের ৩ জুন বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালি ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী রাজারবিল ব্রীজের উত্তর পাশে মালেক ড্রাইভারের বাড়িতে উঠানে বৈঠক করেন। বৈঠক শেষে বাড়ি ফেরার পথে রাজারবিল নয়াপাড়া ব্রীজের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রি সালাহ উদ্দিন আহমদের নেতৃত্বে একই ইউপির বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আজিজুল হকের সমর্থনে দেড়-দুই হাজার লোক ব্রীজের কাছাকাছি এসে গিয়াস উদ্দিন ও তার লোকদের ওপর হামলা করে।
দুই পক্ষই মুখোমুখি হলে খবর পেয়ে পুলিশের একটি দল ব্রীজ এলাকায় এসে উভয় পক্ষকে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার নির্দেশনা দেয়। কিন্তু আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও তার সমর্থকেরা সরে গেলেও বিএনপি’র সালাহউদ্দিন ও তার লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। পুলিশের মোটর সাইকেল পুড়িয়ে দেয়। এক পর্যায়ে পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন। ৎ
ওসি আরও বলেন, একই ঘটনার জের ধরে ওইদিন রাতে ফাঁসিয়াখালির ভেন্ডিবাজারের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে ব্যাপক গাড়ি ভাঙচুর চালায় সালাহ উদ্দিনের সমর্থকেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যাওয়া কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি ভাঙচুর ও সঙ্গে থাকা পুলিশকে মারধর করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে বিস্ফোরকসহ নাশকতায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও দ্রুতগতির গাড়ি জব্দ করা হয়। এই ঘটনায় চকরিয়া থানায় মামলা হয়।
কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইকবালুর রশিদ আমিন সোহেল বলেন, ‘২০১২ সালের ৪ ডিসেম্বর ঐ মামলায় সালাহ উদ্দিন আহমেদসহ ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সেই সময় ২১ জন জামিনে ছিলেন। কিন্তু পরবর্তীতে আদালতে হাজিরা না দেওয়া ও আসামীপক্ষের বারবার সময়ের আবেদনের কারণে বিচার বিলম্বিত হয়। বিষয়টি আদালতের নজরে আনা হলে বিচারক তৌফিক আজিজ অভিযুক্ত ২২ জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেন এবং ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলায় অভিযুক্ত পক্ষের আইনজীবি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, ‘সালাহ উদ্দিন ভারতে কারান্তরীণ রয়েছেন। এই কারণে অভিযুক্তদের পক্ষ থেকে বৃহস্পতিবার সময়ের আবেদন করা হয়। কিন্তু আদালত সময়ের আবেদন গ্রহণ করেননি। সালাহ উদ্দিনসহ ওই মামলার ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন এবং ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
উল্লেখ্য,বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের ঘনিষ্টজন হিসাবে পরিচিত সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ ভারতের শিলংয়ের একটি মামলায় আটক হয়ে জামিনে আছেন। জামিনে থাকলেও তিনি বর্তমানে ভারতেই অবস্থান করছেন। আগামী নভেম্বরে সেই মামলারও রায় ঘোষণার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৮
এমএমএস