শুক্রবার (০৫ অক্টোবর) সকালে যাদবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শিকদার মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (০৪ অক্টোবর) রাত ১১টার দিকে বাড়ির পাশের চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন মনিরুল ইসলাম। এসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে সকালে আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ।
এদিকে এ ঘটনায় নিহতের বাবা নাজির মণ্ডল বাদি হয়ে সাত জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
এনটি