ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষের জন্য খাদ্য, কাজ এবং আসন্ন দুর্গা পূজার আগে ন্যায্য বেতন, বোনাস প্রদানের দাবিতে আগরতলায় এক প্রতিবাদ সভার আয়োজন করে সিআইটিইউ'র ত্রিপুরা রাজ্য কমিটি। শুক্রবার (৫ অক্টোবর) দুপুরে আগরতলার সিটি সেন্টারের সামনে এই সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সিআইটিইউ'র ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি তথা সাবেক মন্ত্রী মানিক দে, সম্পাদক তথা এমপি শঙ্কর প্রাসাদ দত্তসহ অন্য নেতারা।
সাবেক মন্ত্রী মানিক দে বলেন, ভারতের কেন্দ্রের ও রাজ্যের উভয় সরকারই বিজেপি'র। এই অবস্থায় সাধারণ মানুষের জন্য কাজ ও খাদ্যের কোনো অভাব থাকার কথা ছিলো না। কিন্তু উভয় সরকার মানুষের কল্যাণের বিষয়ে উদাসীন। তাই রাজ্যের এতো খারাপ অবস্থা।
বাংলাদেশ সময়: ১৪২২ঘণ্টা, ৫ অক্টোবর, ২০১৮
এসসিএন/আরআর