শুক্রবার (৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় উন্নয়ন মেলা ঘুরে এ তথ্য জানা গেছে।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্টলে বিভিন্ন পণ্য দেখতে দর্শনার্থীদের ভিড়।
হাফিজুল নামে এক দর্শনার্থী বাংলানিউজকে বলেন, ‘আমার এখানে আসা পাটের চা সম্পর্কে জানার জন্য। দুই প্যাকেট চা কিনেছি। আশা করি টাকা বিফলে যাবে না। ’
নাহিয়ান নামে অপর এক দর্শনার্থী বলেন, ‘করোগেটেড শিট দেখলাম। ভালোই লাগছে, মনে হচ্ছে এটা টেকসই ও পরিবেশ বান্ধব। শিটটি আমার ভালো লেগেছে। ’
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তা শাহজাহান বাংলানিউজকে বলেন, আমরা প্রতি বছরের মতো এবারও উন্নয়ন মেলায় নতুন নতুন পণ্য নিয়ে মেলায় হাজির হয়েছি। কিছু পণ্য শুধু মাত্র প্রদর্শনের জন্য রাখা হয়েছে পাশাপাশি কিছু পণ্য বিক্রিও করা হচ্ছে। আমাদের পণ্য গুলোর মধ্যে পাটের চায়ের চাহিদা সবচেয়ে বেশি।
পাটের চা কেমন দামে বিক্রি হচ্ছে জানতে তিনি বলেন, তিন ধরনের প্যাকেট আছে। ছোট প্যাকেট ৫০ টাকা, মাঝারি ১০০ টাকা এবং বড় প্যাকেট ১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) থেকে রাজধানীর আগারগাঁওয়ে ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ স্লোগানে চার দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ শুরু হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সর্বসাধারণের জন্য রাত ১০ পর্যন্ত উন্মুক্ত। ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে এবারের মেলায় ১০৮টি প্রতিষ্ঠানের ৩৩০টি স্টল রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
ইএআর/আরআইএস/