ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
নড়াইলে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় নবাগত নারী জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। ছবি: বাংলানিউজ

নড়াইল: নড়াইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) আনজুমান আরা বেগম।

মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি এনামুল কবীর টুকু, নড়াইল জেলা প্রেস ক্লাবের সভাপতি মস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক কার্তিক দাস, মলয় ননদী, এম মুনির চৌধুরী, কাজী হাফিজুর রহমান, সাইফুল ইসলাম তুহিনসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গত বুধবার (১০ অক্টোবর) সদ্য বিদায়ী ডিসি মো. এমদাদুল হক চৌধুরীর কাছ থেকে দ্বায়িত্ব বুঝে নেন আনজুমানমান আরা বেগম। নড়াইলে এর আগে কোনো নারী ডিসি হিসাবে দায়িত্ব পালন করেননি।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এমআরএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।