বুধবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।
১২তম আসেম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাসেলস যাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
আসেম শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালান বার্সেটের সঙ্গে বৈঠক করবেন।
এ সম্মেলনে এশিয়া-ইউরোপের মধ্যে চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে দুই মহাদেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, রাজনীতি, জঙ্গিবাদ মোকাবিলা প্রভৃতি বিষয় প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে ২০১৬ সালের জুলাই মাসে ১১তম আসেম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উলানবাটোরে। সেই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
টিআর/এএ