ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই চলছে-চলবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই চলছে-চলবে

ঢাকা: শত সাম্প্রদায়িক উসকানির মধ্যেও সারাদেশে ৩০ হাজার মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, যতই উসকানি দেওয়া হোক, বঙ্গবন্ধুরর দেশে সম্প্রীতি নষ্ট হবে না, নষ্ট হতে দেওয়া হবে না।

বুধবার (১৭ অক্টোবর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিউটে সনাতন সমাজ কল্যাণ সংঘ (সসকস) আয়োজিত ‘শারদীয় উৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে ধর্ম-বর্ণের নামে শাসিত হয়েছে, শোষিত হয়েছে।

১৯৭১ সালে বঙ্গবন্ধু সব ধর্ম-বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ করেন। জাতির পিতার কারণেই আজ যার যার ধর্ম পালন হচ্ছে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ৩০ হাজার মণ্ডপে পূজা উদযাপন হচ্ছে।

নাসিম বলেন, সাম্প্রদায়িক শক্তি শত উসকানি দিলেও মা দুর্গা যেমন প্রতিবছর এসে অশুভ শক্তিকে বিনাশ করেন, আমাদের লড়াইও সেই অশুভ শক্তির বিরুদ্ধে। মনে রাখতে হবে, সাম্প্রদায়িক শক্তি এখনো শেষ হয়ে যায়নি, তারা ধর্মের নামে বেশ ধরে আছে। এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে।

সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমির চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাসদের সহ-সভাপতি শফি উল্লাহ, সনাতন সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
ইএআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।