ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে নারীদের অগ্রসরে বাধা হলেও দায়ী অভিভাবকরা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
বাল্যবিয়ে নারীদের অগ্রসরে বাধা হলেও দায়ী অভিভাবকরা  বক্তব্য রাখছেন আসাদুজ্জামান নূর।ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীতে ‘কিশোর-কিশোরী সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, নারীদের সমতা বাড়াতে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়া মেধার মূল্যায়নও করেছেন তিনি। 

বুধবার (১৭ অক্টোবর) দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমিতে ‘কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, বাল্যবিয়ে নারীদের এগিয়ে যাওয়ায় বাধা হিসেবে দাঁড়ালেও এর জন্য দায়ী অভিভাবকরা।

এজন্য সবাইকে তিনি সচেতন হওয়ার আহ্বান জানান।  

তিনি আরও বলেন, শেখ হাসিনার কারণে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। বাংলাদেশের অগ্রযাত্রা জানতে এখন বড় বড় দেশগুলোর নেতারা শেখ হাসিনাকে ফলো করছেন।  

জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, ইউনিসেফের রংপুর ও রাজশাহী অফিস প্রধান নাজিবুলাহ হামিম, আরডিআরএস’র পরিচালক হুমায়ুন খালিদ, ইউনিসেফের চাইল্ড প্রটেকশন অফিসার জেসমিন হোসেন, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল প্রমুখ।  

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব স্বাগত বক্তব্য রাখেন।  

সভায় ‘এন্ডিং চাইল্ড ম্যারিজ থ্রো অ্যাডলেসন্টস ইমপাউআরমেন্ট’ প্রকল্পের কার্যক্রম উত্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী সিদ্দিকুর রহমান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রুপম ও ইউনিয়ন পরিষদ সচিব রিফাত আরা সিমির সঞ্চালনায় ডিমলা উপজেলার কিশোরী নওরিন জাহান তনু ও ডোমার উপজেলার কিশোর বিজয় রায় বক্তব্য রাখে।

অপরদিকে চলতি বছরের জুন থেকে শুরু হওয়া প্রকল্পটি শেষ হবে ২০২০ সালের জুন মাসে। এটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী। ‘বাল্যবিবাহ বন্ধ করি, উন্নত জাতি গঠন করি’ স্লোগানে নীলফামারী জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি বেসরকারি দফতর প্রধান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ছাড়াও প্রকল্পভুক্ত তিন উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং কিশোর কিশোরীরা অংশ নেন সভায়।  

এছাড়াও ইউনিসেফের সহযোগিতায় জেলার ডোমার, ডিমলা ও কিশোরগঞ্জ উপজেলায় বাল্যবিয়ে রোধে কাজ করবে আরডিআরএস। এর আগে নিজ বাসভবনে বিভিন্ন জনের মধ্যে সেলাই মেশিন, হুইল চেয়ার বিতরণ করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।