ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
রংপুরে ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রংপুর: রংপুরের একটি ছাত্রাবাস থেকে নাহিদ মিয়া (১৬) নামের এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৭ অক্টোবর) বিকেলে নগরীর হনুমানতলা এলাকার আল্লাহর দান ছাত্রাবাস থেকে মরদেহ উদ্ধার করা হয়।  
 
নিহত নাহিদ মিয়া লালমনিরহাটের সদর উপজেলার তালুক হারাটি গ্রামের নবিবার রহমানের ছেলে।

সে রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
 
পুলিশ সুত্রে জানা গেছে, নাহিদ হনুমানতলা এলাকার আল্লাহর দান ছাত্রাবাসের ৬ নম্বর রুমে থাকতেন। মঙ্গলবার রাতের খাবার খেয়ে নাহিদ তার রুমে যান। বুধবার সকালে ছাত্রাবাসের অন্য ছাত্ররা তার কক্ষে ডাকাডাকি করলেও কোন সাড়া-শব্দ না পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।