ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে মার্কেটে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
সিলেটে মার্কেটে আগুন অগ্নিকাণ্ড

সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২৫ নং ওয়ার্ডের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দক্ষিণ সুরমার মিনিখলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোমিনখলা এলাকার খলিলের মালিকানাধীন মার্কেট ও বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে মার্কেটের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট সংলগ্ন তিনটি বাসা পুড়ে ছাই হয়ে গেছে।

তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দমকলবাহিনীর টিম লিডার তফজ্জুল হোসেন বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে পৌঁছার আগেই পাঁচটি ফার্নিচারের দোকান ও তিনটি বাসা পুড়ে ছাই হয়ে যায়। সংশ্লিষ্টরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এনইউ/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।